প্লাস্টিক জ্বারে দূষিত ঘি
খাচ্ছেন না তো?
ঘি যতই ভালো হোক না কেন, প্লাস্টিক জ্বারে কখনোই ঘি ভালো থাকে না। ঘি- এর স্বাদ গন্ধ নষ্ট হয়ে যাবে-ই। যা আপনার এবং আপনার পরিবারের জন্য মারাত্মক ক্ষতিকর।
আমরা সবাই জানি ঘি একটা পুষ্টিকর খাবার। তবে ঘি তে শুধু ফ্যাট নয় আরো আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন সহ বিভিন্ন পুষ্টি গুন। সারাবছর জুড়ে প্রতেক ঋতুতেই সব বয়সী লোকেদের খাবার পাতে ঘি থাকাটা জরুরি।
